43. জবাবে ঈসা তাঁদেরকে বললেন, তোমরা পরস্পর বচসা করো না।
44. পিতা, যিনি আমাকে পাঠিয়েছেন, তিনি আকর্ষণ না করলে কেউ আমার কাছে আসতে পারে না, আর আমি তাকে শেষ দিনে জীবিত করে তুলব।
45. নবীদের কিতাবে লেখা আছে, “তারা সকলে আল্লাহ্র কাছে শিক্ষা পাবে।” যে কেউ পিতার কাছে শুনে শিক্ষা পেয়েছে, সেই আমার কাছে আসে।
46. কেউ যে পিতাকে দেখেছে, তা নয়; যিনি আল্লাহ্র কাছ থেকে এসেছেন, কেবল তিনিই পিতাকে দেখেছেন।
47. সত্যি, সত্যি, আমি তোমাদেরকে বলছি, যে ঈমান আনে, সে অনন্ত জীবন পেয়েছে।
48. আমিই জীবন-খাদ্য।