40. আর তোমরা জীবন পাবার জন্য আমার কাছে আসতে ইচ্ছা কর না।
41. আমি মানুষের কাছ থেকে গৌরব গ্রহণ করি না!
42. কিন্তু আমি তোমাদেরকে জানি, তোমাদের অন্তরে তো আল্লাহ্র মহব্বত নেই।
43. আমি আমার পিতার নামে এসেছি, আর তোমরা আমাকে গ্রহণ কর না; অন্য কেউ যদি নিজের নামে আসে, তাকে তোমরা গ্রহণ করবে।