37. কিন্তু যদিও তিনি তাদের সাক্ষাতে এত চিহ্ন-কাজ করেছিলেন, তবুও তারা তাঁর উপর ঈমান আনলো না;
38. যেন ইশাইয়া নবীর কালাম পূর্ণ হয়, তিনি তো বলেছিলেন,“হে প্রভু, আমরা যা শুনেছি,তা কে বিশ্বাস করেছে?আর প্রভুর বাহু কার কাছে প্রকাশিত হয়েছে?”
39. এজন্য তারা বিশ্বাস করতে পারে নি, কারণ ইশাইয়া আবার বলেছেন,