ইউহোন্না 1:1-4 কিতাবুল মোকাদ্দস (BACIB)

1. আদিতে কালাম ছিলেন এবং কালাম আল্লাহ্‌র সঙ্গে ছিলেন এবং কালাম নিজেই আল্লাহ্‌ ছিলেন।

2. তিনি আদিতে আল্লাহ্‌র সঙ্গে ছিলেন।

3. সকলই তাঁর দ্বারা সৃষ্ট হয়েছিল, যা কিছু সৃষ্টি হয়েছে কিছুই তাঁকে ছাড়া হয় নি।

4. তাঁর মধ্যে জীবন ছিল এবং সেই জীবনই ছিল মানুষের নূর।

ইউহোন্না 1