তুমি জেরিকোর ও সেই স্থানের বাদশাহ্র প্রতি যা করলে, অয়ের ও সেই স্থানের বাদশাহ্র প্রতিও তা-ই করবে, কিন্তু তার লুটদ্রব্য ও পশু তোমরা তোমাদের জন্য নেবে। তুমি নগরের বিরুদ্ধে পিছনের দিকে তোমার এক দল সৈন্য গোপনে রাখবে।