1. আর যখন জর্ডান নদীর পশ্চিম পারস্থ আমোরীয়দের সকল বাদশাহ্ ও সমুদ্রের নিকটস্থ কেনানীয়দের সকল বাদশাহ্ শুনতে পেলেন যে, আমরা যতক্ষণ পার না হলাম, ততক্ষণ মাবুদ বনি-ইসরাইলদের সম্মুখে জর্ডানের পানি শুকিয়ে ফেললেন, তখন তাঁদের অন্তর গলে গেল ও বনি-ইসরাইলদের কারণে তাঁদের আর সাহস রইলো না।
2. সেই সময়ে মাবুদ ইউসাকে বললেন, তুমি চকমকি পাথরের কতগুলো ছুরি প্রস্তুত করে দ্বিতীয়বার বনি-ইসরাইলদের খৎনা করাও।
3. তাতে ইউসা চকমকি পাথরের ছুরি প্রস্তুত করে গিবিয়োৎ হারালোতে (খৎনা-পর্বতে) বনি-ইসরাইলদের খৎনা করালেন।
4. ইউসা যে খৎনা করালেন, তার কারণ হচ্ছে: মিসর থেকে যে সমস্ত পুরুষ লোক, যত যোদ্ধা বের হয়ে এসেছিল, তারা মিসর থেকে বের হবার পর পথের মধ্যে মরু-ভূমিতে মারা গিয়েছিল।
5. যারা বের হয়ে এসেছিল, তাদের সকলেরই খৎনা করানো হয়েছিল বটে, কিন্তু মিসর থেকে বের হবার পর যেসব সন্তান পথের মধ্যে মরুভূমিতে জন্মেছিল তাদের খৎনা করানো হয় নি।