ইউসা 4:8-11 কিতাবুল মোকাদ্দস (BACIB)

8. আর বনি-ইসরাইলরা ইউসার হুকুম অনুসারে কাজ করলো, মাবুদ ইউসাকে যেমন বলেছিলেন, তেমনি বনি-ইসরাইলদের বংশ-সংখ্যা অনুসারে জর্ডান নদীর মধ্য থেকে বারোটি পাথর তুলে নিল; এবং তাদের সঙ্গে পরে রাত্রি যাপনের স্থানে নিয়ে গিয়ে সেখানে রাখল।

9. আর যে স্থানে নিয়ম-সিন্দুক বহনকারী ইমামদের দাঁড়িয়ে ছিল জর্ডান নদীর সেই স্থানেও ইউসা বারোখানি পাথর স্থাপন করলেন; সেসব আজও সেই স্থানে আছে।

10. ইউসার প্রতি মূসার হুকুম অনুযায়ী যে সমস্ত কথা লোকদের বলবার হুকুম মাবুদ ইউসাকে দিয়েছিলেন, তা সমাপ্ত না হওয়া পর্যন্ত সিন্দুক-বাহক ইমামেরা জর্ডান নদীর মধ্যে দাঁড়িয়ে থাকলো এবং লোকেরা তাড়াতাড়ি পার হয়ে গেল।

11. এভাবে সমস্ত লোক সম্পূর্ণরূপে পার হবার পর মাবুদের সিন্দুক ও ইমামেরা লোকদের সাক্ষাতে পার হয়ে গেল।

ইউসা 4