কেননা আমাদের আল্লাহ্ মাবুদ, তিনিই আমাদের ও আমাদের পিতৃপুরুষদেরকে মিসর দেশ থেকে, গোলামীর গৃহ থেকে, বের করে এনেছেন ও আমাদের দৃষ্টিগোচরে সেই সব মহৎ চিহ্ন-কাজ করেছেন এবং আমরা যে পথে এসেছি, তার সমস্ত পথে ও যে সমস্ত জাতির মধ্য দিয়ে এসেছি, তাদের হাত থেকে তিনিই আমাদের রক্ষা করেছেন;