1. ইউসা ইসরাইলের সকল বংশকে শিখিমে একত্র করলেন ও ইসরাইলের প্রাচীনবর্গ, নেতৃবর্গ, বিচারকদের ও শাসকদের ডাকালেন, তাতে তাঁরা আল্লাহ্র সাক্ষাতে উপস্থিত হলেন।
2. তখন ইউসা সমস্ত লোককে বললেন, ইসরাইলের আল্লাহ্ মাবুদ এই কথা বলেন, পুরাকালে তোমাদের পূর্বপুরুষেরা, ইব্রাহিমের পিতা ও নাহোরের পিতা তেরহ (ফোরাত) নদীর ওপারে বাস করতো; আর তারা অন্য দেবতাদের সেবা করতো।
3. পরে আমি তোমাদের পিতা ইব্রাহিমকে সেই নদীর ওপার থেকে এনে কেনান দেশের সর্বত্র ভ্রমণ করালাম এবং তার বংশ বৃদ্ধি করলাম, আর তাকে ইস্হাককে দিলাম।