33. তখন বনি-ইসরাইল ঐ সংবাদে সন্তুষ্ট হল; আর বনি-ইসরাইল আল্লাহ্র প্রশংসা করলো এবং রূবেণ-বংশ ও গাদ-বংশের লোকদের নিবাসদেশ বিনাশ করার জন্য যুদ্ধে যাবার সম্বন্ধে আর কিছু বললো না।
34. পরে রূবেণ-বংশ ও গাদ-বংশের লোকেরা সেই কোরবানগাহ্র নাম (এদ) রাখল, কেননা (তারা বললো), মাবুদই যে আল্লাহ্, এটা আমাদের মধ্যে তার সাক্ষী (এদ) হবে।