ইউসা 21:4-8 কিতাবুল মোকাদ্দস (BACIB)

4. কহাতীয় গোষ্ঠীগুলোর নামে গুলি উঠলো; তাতে লেবীয়দের মধ্যে ইমাম হারুনের সন্তানেরা গুলিবাঁট দ্বারা এহুদা বংশ, শিমিয়োনীয়দের বংশ ও বিন্‌ইয়ামীন-বংশ থেকে তেরটি নগর পেল।

5. আর কহাতের অবশিষ্ট সন্তানেরা গুলিবাঁট দ্বারা আফরাহীম-বংশের গোষ্ঠীগুলো থেকে এবং দান বংশ ও মানশার অর্ধেক বংশ থেকে দশটি নগর পেল।

6. আর গোর্শোনের বংশধরদের গুলিবাঁট দ্বারা ইষাখর-বংশের গোষ্ঠীগুলো থেকে এবং আশের বংশ, নপ্তালি বংশ ও বাশনস্থ মানশার অর্ধেক বংশ থেকে তেরটি নগর পেল।

7. আর মরারি বংশের লোকেরা নিজ নিজ গোষ্ঠী অনুসারে রূবেণ বংশ, গাদ বংশ ও সবূলূন বংশ থেকে বারোটি নগর পেল।

8. এভাবে বনি-ইসরাইল গুলিবাঁট করে লেবীয়দেরকে এসব নগর ও সেগুলোর চারণ-ভূমি দিল, যেমন মাবুদ মূসার দ্বারা হুকুম দিয়েছিলেন।

ইউসা 21