ইউসা 21:26-28 কিতাবুল মোকাদ্দস (BACIB)

26. কহাতের অবশিষ্ট সন্তানদের গোষ্ঠীগুলোর জন্য সবসুদ্ধ চারণ-ভূমির সঙ্গে এই দশটি নগর দিল।

27. পরে তারা লেবীয়দের গোষ্ঠীগুলোর মধ্যে গের্শোনীয়দেরকে মানশার অর্ধেক বংশের অধিকার থেকে চারণ-ভূমির সঙ্গে নরহন্তার আশ্রয়-নগর বাশনস্থ গোলান এবং চারণ-ভূমির সঙ্গে বীষ্টরা, এই দু’টি নগর দিল।

28. আর ইষাখর-বংশের অধিকার থেকে চারণ-ভূমির সঙ্গে কিশিয়োন, চারণ-ভূমির সঙ্গে দাবরৎ,

ইউসা 21