ইউসা 21:10-15 কিতাবুল মোকাদ্দস (BACIB)

10. লেবির সন্তান কহাতীয় গোষ্ঠীগুলোর মধ্যবর্তী হারুন-সন্তানদের সেসব হল; কেননা তাদের নামে প্রথম গুলি উঠলো।

11. ফলত তারা অনাকের পিতা অর্বের কিরিয়ৎ-অর্ব, অর্থাৎ পর্বতময় এহুদা প্রদেশস্থ হেবরন ও তার চারদিকের চারণ-ভূমি তাদের দিল।

12. কিন্তু ঐ নগরের ক্ষেত ও গ্রামগুলো তারা অধিকার হিসেবে যিফুন্নির পুত্র কালুতকে দিল।

13. তারা ইমাম হারুনের সন্তানদের চারণ-ভূমির সঙ্গে নরহন্তার আশ্রয়নগর হেবরন দিল; এবং চারণ-ভূমির সঙ্গে লিবনা,

14. চারণ-ভূমির সঙ্গে যত্তীর, চারণ-ভূমির সঙ্গে ইষ্টমোয়,

15. চারণ-ভূমির সঙ্গে হোলোন, চারণ-ভূমির সঙ্গে দবীর,

ইউসা 21