34. আর ঐ সীমা পশ্চিম দিকে ফিরে অস্নোৎ-তাবোর পর্যন্ত গেল; এবং সেখান থেকে হূক্কোক পর্যন্ত গেল; আর দক্ষিণে সবূলূন ও পশ্চিমে আশের পর্যন্ত ও সূর্যোদয় দিকে জর্ডান সমীপস্থ এহুদা পর্যন্ত গেল।
35. আর প্রাচীর বেষ্টিত নগর সিদ্দীম, সের, হম্মৎ, রক্কৎ, কিন্নেরৎ,
36. অদামা, রামা, হাৎসোর,
37. কেদশ, ইদ্রিয়ী, ঐন-হাৎসোর,
38. যিরোণ, মিদ্গল-এল, হোরেম, বৈৎ-অনাৎ ও বৈৎশেমশ; স্ব স্ব গ্রামের সঙ্গে ঊনিশটি নগর।
39. নিজ নিজ গোষ্ঠী অনুসারে নপ্তালি-বংশের এই অধিকার; স্ব স্ব গ্রামের সঙ্গে এসব নগর।
40. আর গুলিবাঁটক্রমে সপ্তম অংশ নিজ নিজ গোষ্ঠী অনুসারে দান-বংশের লোকদের বংশের নামে উঠলো।
41. তাদের অধিকারের সীমা সরা, ইষ্টায়োল, ঈর-শেমশ,
42. শালবীন, অয়ালোন, যিৎলা,
43. এলোন, তিম্না, ইক্রোণ,
44. ইল্তকী, গিব্বথোন, বালৎ,
45. যিহূদ, বনে-বরক, গাৎ-রিম্মোণ,