ইউসা 19:19-25 কিতাবুল মোকাদ্দস (BACIB)

19. হফারয়িম, শীয়োন, অনহরৎ,

20. রব্বীৎ, কিশিয়োন, এবস,

21. রেমৎ, ঐন-গন্নীম, ঐন-হদ্দা ও বৈৎ-পৎসেস তাদের অধিকার হল।

22. আর সেই সীমা তাবোর, শহৎসূমা ও বৈৎ-শেমশ পর্যন্ত গেল, আর জর্ডান তাদের সীমার প্রান্ত হল; স্ব স্ব গামের সঙ্গে ষোলটি নগর।

23. নিজ নিজ গোষ্ঠী অনুসারে ইষাখর-বংশের এই অধিকার; স্ব স্ব গ্রামের সঙ্গে এসব নগর।

24. পরে গুলিবাঁটক্রমে পঞ্চম অংশ স্ব স্ব গোষ্ঠী অনুসারে আশের-বংশের নামে উঠলো।

25. তাদের সীমা হিল্‌কৎ, হলী, বেটন, অক্‌ষফ,

ইউসা 19