57. কাবিল, গিবিয়া ও তিন্মা; স্ব স্ব গামের সঙ্গে দশটি নগর।
58. হলহূল, বৈৎ-সূর, গদোর, মারৎ, বৈৎঅনোৎ ও ইলতো্কোন;
59. স্ব স্ব গামের সঙ্গে ছয়টি নগর।
60. কিরিয়ৎ-বাল অর্থাৎ কিরিয়ৎ-যিয়ারিম ও রব্বা; স্ব স্ব গামের সঙ্গে দু’টি নগর।
61. মরুভূমিতে বৈৎ-অরাবা, মিদ্দীন, সকাখা,
62. নিবশ্ন, লবণ-নগর ও ঐন্-গদী; স্ব স্ব গামের সঙ্গে ছয়টি নগর।
63. কিন্তু এহুদা-বংশের লোকেরা জেরুশালেম-নিবাসী যিবূষীয়দের অধিকারচ্যুত করতে পারল না; যিবূষীয়েরা আজও এহুদা-বংশের লোকদের সঙ্গে জেরুশালেমে বাস করছে।