ইউসা 15:20-36 কিতাবুল মোকাদ্দস (BACIB)

20. নিজ নিজ গোষ্ঠী অনুসারে এহুদা-বংশের লোকদের বংশের এই অধিকার হল।

21. দক্ষিণ অঞ্চলে ইদোমের সীমার কাছে এহুদা-বংশের লোকদের বংশের প্রান্তস্থিত নগর কব্‌সেল, এদর, যাগুর,

22. কীনা, দীমোনা, অদাদা

23. কেদশ, হাৎশোর, যিৎনন,

24. ,

25. সীফ, টেলম, বালোৎ,

25. হাৎসোর-হদত্তা, করিয়োৎ-হিষ্রোণ অর্থাৎ হাৎসোর,

26. অমাম, শমা, মোলদা,

27. হৎসর-গদ্দা, হিষ্‌মোন, বৈৎ-পেলট,

28. হৎসর-শূয়াল, বেরশেবা, বিষিয়োথিয়া,

29. বালা, ইয়ীম, এৎসম,

30. ইলতোলদ, কসীল, হর্মা,

31. সিক্লগ, মদ্‌মন্না ও সন্‌সন্না,

32. লবায়োৎ, শিলহীম, ঐন ও রিম্মোন; স্ব স্ব গামের সঙ্গে মোট ঊনত্রিশটি নগর।

33. নিম্নভূমিতে ইষ্টায়োল, সরা, অশনা,

34. সানোহ, ঐন-গন্নীম, তপূহ, ঐনম,

35. যর্মুৎ, অদুল্লম, সোখো, অসেকা,

36. শারয়িম, অদীথয়িম, গদেরা ও গদেরোথয়িম; স্ব স্ব গামের সঙ্গে চৌদ্দটি নগর।

ইউসা 15