15. মূসা রূবেণ-বংশের লোকদেরকে তাদের গোষ্ঠী অনুসারে অধিকার দিয়েছিলেন।
16. অর্ণোন উপত্যকার সীমাস্থ অরোয়ের থেকে তাদের সীমা ছিল এবং উপত্যকার মধ্যস্থিত নগর ও মেদবার নিকটস্থ সমস্ত সমভূমি;
17. হিষবোন ও সমভূমিস্থ তার সমস্ত নগর, দীবোন,
18. বামোৎ-বাল ও বৈৎ-বাল-মিয়োন, ষহস,
19. কদেমোৎ ও মেফাৎ, কিরিয়াথয়িম, সিবমা ও উপত্যকার পর্বতস্থ সেরৎ শহর,
20. বৈৎ-পিয়োর, পিস্গা-পার্শ্ব ও বৈৎ-যিশীমোৎ;