1. পরে যখন হাৎসোরের বাদশাহ্ যাবীন সেই সংবাদ পেলেন, তখন তিনি মাদোনের বাদশাহ্ যোববের, শিম্রোণের বাদশাহ্র ও অক্ষফের বাদশাহ্র কাছে,
2. এবং উত্তরে, পর্বতময় প্রদেশে, কিন্নেরতের দক্ষিণস্থ অরাবাতে, নিম্নভূমিতে ও পশ্চিমে দোর নামক পাহাড়ী এলাকায় অবস্থিত বাদশাহ্দের কাছে দূত প্রেরণ করলেন।