ইউনুস 4:6 কিতাবুল মোকাদ্দস (BACIB)

তখন মাবুদ আল্লাহ্‌ একটি এরণ্ড গাছ নিরূপণ করলেন; আর সেই গাছটি বাড়িয়ে ইউনুসের উপরে আনলেন, যেন তাঁর মাথার উপরে ছায়া হয়, যেন তাঁর কষ্ট থেকে তাঁকে উদ্ধার করা হয়। আর ইউনুস সেই এরণ্ড গাছটির জন্য বড় খুশি হলেন।

ইউনুস 4

ইউনুস 4:1-8