2. আমি সঙ্কটে মাবুদকে ডাকলাম,আর তিনি আমাকে জবাব দিলেন;আমি পাতালের উদর থেকে আর্তনাদ করলাম,তুমি আমার ফরিয়াদ শুনলে।
3. তুমি আমাকে অগাধ পানিতে, সমুদ্র-গর্ভে নিক্ষেপ করলে,আর স্রোত আমাকে বেষ্টন করলো,তোমার সকল ঢেউ, তোমার সকল তরঙ্গ,আমার উপর দিয়ে বয়ে গেল।
4. আমি বললাম, আমি তোমার দৃষ্টি সীমা থেকে দূরীভূত,তবুও পুনরায় তোমার পবিত্র এবাদতখানার দিকে দৃষ্টিপাত করবো।