আমি তোমাদের কতগুলো স্থান উৎপাটন করলাম, যেমন আল্লাহ্ সাদুম ও আমুরা উৎপাটন করেছিলেন, তাতে তোমরা আগুন থেকে তুলে নেওয়া জ্বলন্ত কাঠের মত হলে;তবুও তোমরা আমার কাছে ফিরে আসলে না,মাবুদ এই কথা বলেন।