কেননা আমি যেদিন ইসরাইলকে তার অধর্মগুলোর প্রতিফল দেব, সেদিন বৈথেলস্থ কোরবানগাহ্গুলোকে প্রতিফল দেব, তাতে কোরবানগাহ্র শিংগুলো ছিন্ন হয়ে ভূমিতে পড়বে।