1. আমোজের কথা। তিনি তকোয়স্থ ভেড়ার পালকদের এক জন ছিলেন; তিনি এহুদার বাদশাহ্ উষিয়ের কালে এবং যোয়াশের পুত্র ইসরাইলের বাদশাহ্ ইয়ারাবিমের কালে, ভূমিকম্পের দু’বছর আগে, ইসরাইল সম্বন্ধে এসব দর্শন পান।
2. তিনি বললেন, মাবুদ সিয়োন থেকে গর্জন করবেন, জেরুশালেম থেকে তাঁর কণ্ঠস্বর শোনাবেন; তাতে ভেড়ার রাখালদের চারণভূমিগুলো শোক করবে হবে, কর্মিলের শিখর শুকিয়ে যাবে।
3. মাবুদ এই কথা বলেন, দামেস্কের তিনটা অধর্মের কারণে,এমন কি, চারটা অধর্মের জন্য আমি তার দণ্ড নিবারণ করবো না,কেননা তারা লোহার শস্য-মাড়াই যন্ত্রে গিলিয়দকে মাড়াই করেছে;
4. অতএব আমি হসায়েল-কুলে আগুন নিক্ষেপ করবো,তা বিন্হদদের অট্টালিকাগুলো গ্রাস করবে।