4. তিনি চিত্তে জ্ঞানবান ও বলে পরাক্রান্ত;তাঁর প্রতিরোধ করে কে পার পেয়েছে?
5. তিনি পর্বতমালাকে স্থানান্তর করেন, তারা তা জানে না,তিনি ক্রোধে তাদেরকে উল্টিয়ে ফেলেন।
6. তিনি দুনিয়াকে তার স্থান থেকে কম্পমান করেন,তার সমস্ত স্তম্ভ টলটলায়মান হয়।
7. তিনি সূর্যকে বারণ করলে সে উদিত হয় না,তিনি তারাগণকে আলোকহীন করেন।
8. তিনি একাকী আসমান বিস্তার করেন,সাগরের ঢেউয়ের উপর দিয়ে হাঁটেন।
9. তিনি সপ্তর্ষি, মৃগশীর্ষ ও কৃত্তিকা নক্ষত্রের,এবং দক্ষিণস্থ কক্ষ সকলের নির্মাণকর্তা।