27. যদি বলি, আমি মাতম ভুলে যাব,মুখের বিষণ্নতা দূর করবো, প্রসন্নচিত্ত হব,
28. তবুও আমার সকল ব্যথাকে আমি ভয় করি,আমি জানি, তুমি আমাকে নির্দোষ গণ্য করবে না।
29. আমাকেই দোষী হতে হবে,তবে কেন বৃথা পরিশ্রম করবো?
30. যদি সাবান দিয়ে শরীর মার্জন করি,যদি ক্ষার দিয়ে হাত পরিষ্কার করি,
31. তবুও তুমি আমাকে ডোবায় ডুবিয়ে দেবে,আমার নিজের কাপড়ও আমাকে ঘৃণা করবে।
32. কেননা তিনি আমার মত মানুষ নন যে, তাঁকে উত্তর দিই,যে, তাঁর সঙ্গে একই বিচারস্থানে যেতে পারি;