19. যদি শক্তির প্রতিযোগিতা হয়, দেখ, তিনি শক্তিশালী,বিচারের কথা হলে, কে তাকে ডাকবে?
20. যদিও আমি ধার্মিক হই,আমার কথাই আমাকে দোষী করবে;যদিও আমি সিদ্ধ হই,তা-ই আমার কুটিলতার প্রমাণ হবে।
21. আমি সিদ্ধ, আমি নিজেকে চিনি না,আমি আমার জীবনকে ঘৃণা করি।
22. সকলই তো সমান, তাই আমি বলি,তিনি সিদ্ধ ও দুর্জন উভয়কে সংহার করেন।
23. কশা যদি হঠাৎ মানুষকে মেরে ফেলে,তিনি নির্দোষের পরীক্ষার সময় হাসবেন।
24. দুনিয়াকে দুর্জনের হাতে তুলে দেওয়া হয়েছে,তিনি তার বিচারকর্তাদের মুখ আচ্ছাদন করেন,যদি না করেন, তবে এই কাজ কে করে?
25. আমার সমস্ত দিন ডাক পিয়নের চেয়েও দ্রুতগামী;সেসব উড়ে যায়, মঙ্গলের দর্শন পায় না।
26. সেসব চলে যায়, যেমন দ্রুতগামী-নৌকা চলে,যেমন ঈগল পাখি খাদ্যের উপরে এসে পড়ে।
27. যদি বলি, আমি মাতম ভুলে যাব,মুখের বিষণ্নতা দূর করবো, প্রসন্নচিত্ত হব,
28. তবুও আমার সকল ব্যথাকে আমি ভয় করি,আমি জানি, তুমি আমাকে নির্দোষ গণ্য করবে না।
29. আমাকেই দোষী হতে হবে,তবে কেন বৃথা পরিশ্রম করবো?