10. তিনি মহৎ মহৎ কাজ করেন, যা সন্ধানের অতীত,অলৌকিক কাজ করেন, যার সংখ্যা গণনা করা যায় না।
11. দেখ, তিনি আমার সম্মুখ দিয়ে যান,আমি তাঁকে দেখতে পাই না;কাছ দিয়ে চলেন,আমি তাঁকে চিনতে পারি না।
12. দেখ, তিনি কেড়ে নেন, কে তাঁকে নিবারণ করবে?কে বা তাঁকে বলবে, ‘তুমি কি করছো’?
13. আল্লাহ্ নিজের ক্রোধ সম্বরণ করবেন না,রাহবের সহায়রা তাঁর পদতলে নত হয়।