আইউব 8:14-19 কিতাবুল মোকাদ্দস (BACIB)

14. তার ভরসা উচ্ছিন্ন হয়,তার আশ্রয় মাকড়সার জালমাত্র।

15. সে তার বাড়িতে নির্ভর করবে, কিন্তু তা স্থির থাকবে না,সে শক্ত করে ধরলেও তা থাকবে না।

16. সে সূর্যের সাক্ষাতে সতেজ থাকে,বাগানে তার কোমল শাখা ছড়িয়ে যায়।

17. প্রস্তররাশিতে তার শিকড় জড়িত হয়,সে পাথরের মধ্যে বেঁচে থাকে,

18. তবু যখন সে স্বস্থান থেকে উৎপাটিত হয়,তখন সেই স্থান তাকে অস্বীকার করে বলবে,আমি তো তোমাকে দেখি নি।

19. দেখ, এই তার সুখের পথগুলো;পরে ধূলি থেকে অন্যেরা উঠবে।”

আইউব 8