আইউব 7:12-19 কিতাবুল মোকাদ্দস (BACIB)

12. আমি কি সমুদ্র না তিমি যে,আমার উপরে তুমি প্রহরী রাখছ?

13. আমি যখন বলি, আমার পালঙ্ক আমাকে সান্ত্বনা দেবে,আমার বিছানা দুঃখের উপশম করবে;

14. তখন তুমি নানা স্বপ্নে আমাকে উদ্বিগ্ন কর,নানা দর্শনে আমাকে ত্রাসযুক্ত কর।

15. তাতে আমার প্রাণ শ্বাসরোধ চায়,আমার কংকাল শরীর বেঁচে থাকার চেয়ে মরণ চায়।

16. আমার প্রাণকে আমি ঘৃণা করি,আমি চিরকাল বেঁচে থাকতে চাই না;আমাকে ছাড়, কেননা আমার আয়ু নিশ্বাস মাত্র।

17. মর্ত্য কি যে, তুমি তাকে মহান জ্ঞান কর,যে, তার উপরে তোমার মন পড়ে,

18. যে, প্রতি প্রভাতে তুমি তার খোঁজ কর,এবং নিমিষে নিমিষে তার পরীক্ষা কর?

19. তুমি কত কাল আমার উপর থেকেতোমার দৃষ্টি ফেরাবে না?মুহূর্তের জন্যেও কি আমাকে ছাড়বে না?

আইউব 7