আইউব 7:1-7 কিতাবুল মোকাদ্দস (BACIB)

1. দুনিয়াতে কি মানুষকে কঠিন পরিশ্রম করতে হয় না?তার দিনগুলো কি বেতনজীবীর দিনের মত নয়?

2. গোলাম যেমন ছায়ার আকাঙ্খা করে,বেতনজীবী যেমন নিজের বেতনের অপেক্ষা করে;

3. তেমনি মাসের পর মাস শূন্যতাই আমার উত্তরাধিকার;কষ্টকর সমস্ত রাত আমার জন্য নিরূপিত।

4. শয়নকালে আমি বলি, কখন উঠবো?কিন্তু রাত দীর্ঘ হয়ে পড়ে,প্রভাত পর্যন্ত আমি কেবল ছট্‌ফট্‌ করতে থাকি।

5. কীট ও মাটির ঢেলা আমার মাংসের আচ্ছাদন;আমার চামড়া ফেটে গেছে ও পূঁজ পড়ছে।

6. তন্তুবায়ের মাকুর চেয়ে আমার আয়ু দ্রুতগামী,তা আশাবিহীন হয়ে সমাপ্ত হয়।

7. স্মরণ কর, আমার জীবন শ্বাসমাত্র,আমার চোখ আর মঙ্গল দেখতে পাবে না;

আইউব 7