আইউব 6:7-16 কিতাবুল মোকাদ্দস (BACIB)

7. আমার প্রাণ যা স্পর্শ করতে অসম্মত,তা-ই আমার ঘৃণিত ভক্ষ্যস্বরূপ হল।

8. আঃ! আমি যেন বাঞ্ছনীয় বিষয় পেতে পারি,আল্লাহ্‌ যেন আমার আকাঙ্খার বিষয় আমাকে দেন,

9. হ্যাঁ, আল্লাহ্‌ অনুগ্রহ করে আমাকে চূর্ণ করুন,হাত প্রসারণ করে আমাকে কেটে ফেলুন;

10. তবু তখনও আমার সান্ত্বনা থাকবে,নির্মম যাতনায়ও আমি উল্লাস করবো,কারণ আমি পবিত্রতমের সমস্ত কালাম অস্বীকার করি নি।

11. আমার শক্তি কি যে, প্রতীক্ষা করতে পারি,আমার পরিণাম কি যে, সহিষ্ণু হতে পারি?

12. আমার শক্তি কি পাথরের শক্তি?আমার মাংস কি ব্রোঞ্জের?

13. আমার দ্বারা কি আমার আর উপকার হতে পারে?আমা থেকে কি বুদ্ধিকৌশল দূরীভূত হয় নি?

14. শীর্ণ লোকের প্রতি বন্ধুর দয়া করা কর্তব্য,পাছে সে সর্বশক্তিমানের ভয় ত্যাগ করে।

15. আমার ভাইয়েরা স্রোতের মতই বিশ্বাসঘাতক,তারা স্রোতমার্গস্থ প্রণালীর মত চঞ্চল।

16. সেই স্রোত তুষারের দরুন কালো রংয়ের হয়,তুষার পড়ে তার মধ্যে বিলীন হয়;

আইউব 6