আইউব 6:20-30 কিতাবুল মোকাদ্দস (BACIB)

20. তারা প্রত্যাশা করাতে লজ্জিত হল,সেখানে আসলে তারা হতাশ হল।

21. বস্তুত এখন তোমরা কিছুই নও;ত্রাস দেখে ভয় পেয়েছ।

22. আমি কি বলেছিলাম, আমাকে কিছু দাও,তোমাদের সঙ্গতি থেকে আমার জন্য উপহার দাও,

23. বিপক্ষের হাত থেকে আমাকে নিস্তার কর,দুর্দান্তদের হাত থেকে আমাকে মুক্ত কর!

24. আমাকে শিক্ষা দাও, আমি নীরব হব;আমাকে বুঝিয়ে দাও, কিসে আমি ভুল করেছি।

25. ন্যায্য কথা কেমন শক্তিশালী!কিন্তু তোমাদের তর্কে কি দোষ ব্যক্ত হয়?

26. তোমরা কি শব্দের দোষ ধরবার সঙ্কল্প করছো?নিরাশ ব্যক্তির কথা তো বায়ুর মত।

27. তোমরা তো এতিমের জন্য গুলিবাঁট করবে,তোমাদের বন্ধুকে বিক্রি করবে।

28. এখন অনুগ্রহ করে আমার প্রতি দৃষ্টিপাত কর,আমি তোমাদের সাক্ষাতে মিথ্যা বলবো না।

29. তোমরা ফিরে যাও, অন্যায় করো না;আমি বলি, ফিরে যাও, আমি ন্যায়ের পক্ষে।

30. আমার জিহ্বাতে কি অন্যায় আছে?আমার রসনা কি ভাল-মন্দের স্বাদ বোঝে না?

আইউব 6