18. সেই পথের বণ্িকদল পথ ছাড়ে,তারা মরুস্থানে গিয়ে বিনষ্ট হয়।
19. টেমার বণ্িকদল দৃষ্টিপাত করলো,সাবার পথিকদল সেই সবের অপেক্ষা করলো।
20. তারা প্রত্যাশা করাতে লজ্জিত হল,সেখানে আসলে তারা হতাশ হল।
21. বস্তুত এখন তোমরা কিছুই নও;ত্রাস দেখে ভয় পেয়েছ।
22. আমি কি বলেছিলাম, আমাকে কিছু দাও,তোমাদের সঙ্গতি থেকে আমার জন্য উপহার দাও,
23. বিপক্ষের হাত থেকে আমাকে নিস্তার কর,দুর্দান্তদের হাত থেকে আমাকে মুক্ত কর!