1. পরে আইউব জবাবে বললেন,
2. হায় যদি আমার মনস্তাপ ওজন করা হত!যদি আমার বিপদ নিক্তিতে মাপা যেত!
3. তবে তা সমুদ্রের বালির চেয়েও ভারী হত,এজন্য আমার কথা অসংলগ্ন হয়ে পড়ে।
4. কারণ সর্বশক্তিমানের সমস্ত তীর আমার ভিতরে প্রবিষ্ট,আমার রূহ্ সেই সবের বিষ পান করছে,আল্লাহ্র ত্রাসদল আমার বিরুদ্ধে শ্রেণীবদ্ধ।
5. বন্য গাধা ঘাস পেলে কি চিৎকার করে?গরু জাব পেলে কি ডাকা-ডাকি করে?
6. যার স্বাদ নেই, তা কি লবণ বিনা ভোজন করা যায়?ডিম্বের লালার কি কিছু স্বাদ আছে?