5. ক্ষুধিত লোক তার শস্য খেয়ে ফেলে,কাঁটার বেড়া ভেঙে তা হরণ করে,ফাঁদ তার সম্পত্তি গ্রাস করে।
6. কারণ ধূলি থেকে কষ্ট উৎপন্ন হয় না।মাটি থেকে সমস্যা জন্মে না;
7. কিন্তু আগুনের স্ফুলিঙ্গ যেমন উপরে উঠে,তেমনি মানুষ সমস্যার জন্য জন্মে।
8. কিন্তু আমি তো মাবুদের খোঁজ করতাম,আমার নিবেদন আল্লাহ্র কাছে তুলে ধরতাম।
9. তিনি মহৎ মহৎ কাজ করেন, যার সন্ধান করা যায় না,অলৌকিক কাজ করেন, যার সংখ্যা গণনা করে শেষ করা যায় না।
10. তিনি ভূতলে বৃষ্টি প্রদান করেন,তিনি জনপদের উপরে পানি বহান।
11. তিনি নিচু অবস্থার লোকদেরকে উঁচু করেন,যারা শোকার্ত তাদের তিনি নিরাপদে রাখেন।
12. তিনি ধূর্তদের কল্পনা ব্যর্থ করেন,তাদের হাত সঙ্কল্প সাধন করতে পারে না।