আইউব 5:2-10 কিতাবুল মোকাদ্দস (BACIB)

2. কারণ মনস্তাপ অজ্ঞানকে নষ্ট করে,ঈর্ষা নির্বোধকে বিনাশ করে।

3. আমি অজ্ঞানকে বদ্ধমূল দেখেছিলাম।তৎক্ষণাৎ তার বাড়িকে বদদোয়া দিয়েছিলাম।

4. তার সন্তানদের কোন নিরাপত্তা নেই,তারা নগর-দ্বারে চূর্ণ হয়,উদ্ধারকারী কেউ নেই।

5. ক্ষুধিত লোক তার শস্য খেয়ে ফেলে,কাঁটার বেড়া ভেঙে তা হরণ করে,ফাঁদ তার সম্পত্তি গ্রাস করে।

6. কারণ ধূলি থেকে কষ্ট উৎপন্ন হয় না।মাটি থেকে সমস্যা জন্মে না;

7. কিন্তু আগুনের স্ফুলিঙ্গ যেমন উপরে উঠে,তেমনি মানুষ সমস্যার জন্য জন্মে।

8. কিন্তু আমি তো মাবুদের খোঁজ করতাম,আমার নিবেদন আল্লাহ্‌র কাছে তুলে ধরতাম।

9. তিনি মহৎ মহৎ কাজ করেন, যার সন্ধান করা যায় না,অলৌকিক কাজ করেন, যার সংখ্যা গণনা করে শেষ করা যায় না।

10. তিনি ভূতলে বৃষ্টি প্রদান করেন,তিনি জনপদের উপরে পানি বহান।

আইউব 5