15. কিন্তু তিনি তলোয়ার থেকে, ওদের কবল থেকে,পরাক্রমীদের হাত থেকে, দরিদ্রকে নিস্তার করেন।
16. এই কারণ দীনহীন আশাযুক্ত হয়,আর অধর্ম নিজের মুখ বন্ধ করে।
17. দেখ, সুখী সেই ব্যক্তি, যাকে আল্লাহ্ অনুযোগ করেন,অতএব তুমি সর্বশক্তিমানের দেওয়া শাস্তি তুচ্ছ করো না।
18. কেননা তিনি ক্ষত করেন, আবার তিনিই বেঁধে দেন,তিনি আঘাত করেন, কিন্তু তাঁরই হাত সুস্থতা দান করে।