12. তিনি ধূর্তদের কল্পনা ব্যর্থ করেন,তাদের হাত সঙ্কল্প সাধন করতে পারে না।
13. তিনি জ্ঞানীদেরকে তাদের ধূর্ততায় ধরেন,কুটিলমনাদের মন্ত্রণা শীঘ্র বিফল হয়ে পড়ে।
14. তারা দিনের বেলায় যেন অন্ধকারে ভ্রমণ করে,মধ্যাহ্নে রাতের বেলার মত হাত্ড়ে বেড়ায়।
15. কিন্তু তিনি তলোয়ার থেকে, ওদের কবল থেকে,পরাক্রমীদের হাত থেকে, দরিদ্রকে নিস্তার করেন।