9. দেখ, তাকে ধরবার প্রত্যাশা মিথ্যা;তাকে দেখামাত্র লোকে কি পড়ে যায় না?
10. তাকে জাগাবে, এমন সাহসী কেউ নেই;তবে আমার সাক্ষাতে কে দাঁড়াতে পারে?
11. কে আগে আমার উপকার করেছে যে, আমি তার প্রত্যুপকার করবো?সমস্ত আসমানের নিচে সকলই আমার।
12. তার অঙ্গের সম্বন্ধে আমি নীরব থাকব না,তার বিপুল বল ও শরীরের সৌষ্ঠবের কথা বলবো।