আইউব 41:28-34 কিতাবুল মোকাদ্দস (BACIB)

28. ধনুর্বাণ তাকে তাড়াতে পারে না,ফিঙ্গার পাথর তার কাছে যেন তুষ।

29. সে গদাকে এক টুকরা খড়ের মতই মনে করে,বর্শার শব্দে সে হাসে।

30. তার তলদেশ শাণিত খোলার মত,সে কাদার উপর দিয়ে কাঁটার মই চালায়।

31. সে অগাধ পানিকে পাত্রের পানির মত ফোটায়।সে সমুদ্রকে মলমের মত করে।

32. তার পিছনে পথ চক্‌মক করে,জলধির পাকা চুলের মত মনে হয়।

33. দুনিয়াতে তার মত কিছুই নেই;তাকে নির্ভীক করে নির্মাণ করা হয়েছে।

34. সে যাবতীয় উচ্চবস্তু দর্শন করে,যাবতীয় গর্বিত-সন্তানের বাদশাহ্‌ হয়।

আইউব 41