19. তার মুখ থেকে জ্বলন্ত মশাল বের হয়,আগুনের ফুল্কি উৎপন্ন হয়।
20. তার নাসারন্ধ্র থেকে ধোঁয়া বের হয়,যেমন ফুটন্ত পাত্র ও নল-খাগড়ার ধোঁয়া।
21. তার নিশ্বাসে অঙ্গার জ্বলে উঠে,তার মুখ থেকে আগুনের শিখা বের হয়।
22. তার গ্রীবায় বল অবস্থিতি করে,তার সম্মুখে ত্রাস নৃত্য করে।