14. তার মুখের কবাট কে খুলতে পারে?তার দন্তাবলীর চারদিকে ত্রাস থাকে।
15. তার মেরুদণ্ড ফলকশ্রেণীর মত শোভা পায়,তা সীলমোহরের মত দৃঢ়ভাবে বন্ধ।
16. সেসব পরস্পর এমন সংলগ্ন যে,তার অন্তরালে বায়ু প্রবেশ করতে পারে না।
17. সেসব পরস্পর সংযুক্ত, সেগুলো একত্র সংলগ্ন,কিছুতেই আলাদা করা যায় না।
18. তার হাঁচিতে আলো ছুটে বের হয়;তার নয়ন প্রভাতের সূর্যরশ্মির মত।
19. তার মুখ থেকে জ্বলন্ত মশাল বের হয়,আগুনের ফুল্কি উৎপন্ন হয়।
20. তার নাসারন্ধ্র থেকে ধোঁয়া বের হয়,যেমন ফুটন্ত পাত্র ও নল-খাগড়ার ধোঁয়া।