আইউব 41:11-19 কিতাবুল মোকাদ্দস (BACIB)

11. কে আগে আমার উপকার করেছে যে, আমি তার প্রত্যুপকার করবো?সমস্ত আসমানের নিচে সকলই আমার।

12. তার অঙ্গের সম্বন্ধে আমি নীরব থাকব না,তার বিপুল বল ও শরীরের সৌষ্ঠবের কথা বলবো।

13. তার বর্ম কে খুলে দিতে পারে?তার দন্তশ্রেণীদ্বয়ের মধ্যে কে যেতে পারে?

14. তার মুখের কবাট কে খুলতে পারে?তার দন্তাবলীর চারদিকে ত্রাস থাকে।

15. তার মেরুদণ্ড ফলকশ্রেণীর মত শোভা পায়,তা সীলমোহরের মত দৃঢ়ভাবে বন্ধ।

16. সেসব পরস্পর এমন সংলগ্ন যে,তার অন্তরালে বায়ু প্রবেশ করতে পারে না।

17. সেসব পরস্পর সংযুক্ত, সেগুলো একত্র সংলগ্ন,কিছুতেই আলাদা করা যায় না।

18. তার হাঁচিতে আলো ছুটে বের হয়;তার নয়ন প্রভাতের সূর্যরশ্মির মত।

19. তার মুখ থেকে জ্বলন্ত মশাল বের হয়,আগুনের ফুল্‌কি উৎপন্ন হয়।

আইউব 41