1. তুমি কি বড়শীতে লিবিয়াথনকে তুলতে পার?দড়ি দিয়ে তার জিহ্বা বাঁধতে পার?
2. নলকাঠি দিয়ে কি তার নাক কি ফুঁড়তে পার?বর্শা দিয়ে তার হনূ কি বিঁধতে পার?
3. সে কি তোমার কাছে বহু ফরিয়াদ করবে,বা তোমাকে কোমল কথা বলবে?
4. সে কি তোমার সঙ্গে চুক্তি করবে?তুমি কি তাকে নিয়ে চিরদিনের জন্য গোলাম করবে?
5. পাখির সঙ্গে যেমন খেলা করে,তেমনি কি তার সঙ্গে খেলা করবে?তোমার যুবতীদের জন্য কি তাকে বেঁধে রাখবে?
6. জেলের-দল কি তাকে দিয়ে ব্যবসা করবে?অংশ অংশ করে কি বণিকদেরকে দেবে?
7. তুমি কি তার চামড়া লোহার ফলা দিয়ে,তার মাথা ধীবরের টেঁটা দিয়ে বিঁধতে পার?
8. তোমার হাত তার উপরে রাখ;যুদ্ধ স্মরণ কর, আর সেরকম করো না।
9. দেখ, তাকে ধরবার প্রত্যাশা মিথ্যা;তাকে দেখামাত্র লোকে কি পড়ে যায় না?
10. তাকে জাগাবে, এমন সাহসী কেউ নেই;তবে আমার সাক্ষাতে কে দাঁড়াতে পারে?
11. কে আগে আমার উপকার করেছে যে, আমি তার প্রত্যুপকার করবো?সমস্ত আসমানের নিচে সকলই আমার।
12. তার অঙ্গের সম্বন্ধে আমি নীরব থাকব না,তার বিপুল বল ও শরীরের সৌষ্ঠবের কথা বলবো।