আইউব 40:3-8 কিতাবুল মোকাদ্দস (BACIB)

3. তখন আইউব জবাবে মাবুদকে বললেন,

4. দেখ, আমি অযোগ্য; তোমাকে কি জবাব দেব?আমি নিজের মুখে হাত দিই।

5. আমি একবার কথা বলেছি, আর জবাব দেব না;দুই বার বলেছি, পুনর্বার বলবো না।

6. মাবুদ ঘূর্ণিবাতাসের মধ্য থেকে আইউবকে আরও বললেন,

7. তুমি এখন বীরের মত কোমরবন্ধনী পর;আমি তোমাকে জিজ্ঞাসা করি, তুমি বুঝিয়ে দাও।

8. তুমি কি সত্যিই আমার বিচার অগ্রাহ্য করবে?নিজে ধার্মিক হবার জন্য আমাকে দোষী করবে?

আইউব 40