15. বহেমোৎকে দেখ, আমি তোমার সঙ্গে তাকেও নির্মাণ করেছি;সে গরুর মতই ঘাস খায়।
16. দেখ, তার কোমরে তার বল,উদরস্থ পেশীতে তার সামর্থ।
17. সে এরস গাছের মত লেজ নাড়ে,তার ঊরুদ্বয়ের শিরাগুলো জোড়া।
18. তার অস্থিগুলো ব্রোঞ্জের নলের মত,তার পাঁজর লোহার অর্গলবৎ;
19. আল্লাহ্র কাজের মধ্যে সে অগ্রগণ্য;তবুও তার নির্মাতা তলোয়ার নিয়ে তার কাছে যান।
20. পর্বতমালা তার খাদ্য যোগায়;সমস্ত বন্য পশুও সেই স্থানে ক্রীড়া করে।
21. সে শয়ন করে পদ্মবনে,নল-বনের অন্তরালে, জলাভূমিতে।
22. পদ্ম গাছ তার নিচে তাকে আচ্ছাদন করে,উপত্যকার বাইশি গাছ তার চারদিকে থাকে।
23. দেখ, নদী উত্তাল হলে সে ভয় করে না,জর্ডান ছাপিয়ে তার মুখে এসে পড়লেও সে সুস্থির থাকে।
24. সে সজাগ থাকলে কে তাকে ধরতে পারে?দড়ি দিয়ে কে তার নাসিকা ফুঁড়তে পারে?