11. তোমার ভীষণ গজব ঢেলে দাও,প্রত্যেক অহঙ্কারীকে দেখামাত্র নত কর;
12. দেখামাত্র তার অহঙ্কার খর্ব কর,দুষ্টদেরকে স্ব স্ব স্থানে দলিত কর;
13. তাদেরকে একসঙ্গে ধূলিতে আচ্ছন্ন কর,গুপ্ত স্থানে তাদের মুখ বন্ধ কর।
14. তখন আমিও তোমার এই প্রশংসা করবো,তোমার ডান হাত তোমাকে বিজয়ী করতে পারে।
15. বহেমোৎকে দেখ, আমি তোমার সঙ্গে তাকেও নির্মাণ করেছি;সে গরুর মতই ঘাস খায়।
16. দেখ, তার কোমরে তার বল,উদরস্থ পেশীতে তার সামর্থ।
17. সে এরস গাছের মত লেজ নাড়ে,তার ঊরুদ্বয়ের শিরাগুলো জোড়া।
18. তার অস্থিগুলো ব্রোঞ্জের নলের মত,তার পাঁজর লোহার অর্গলবৎ;