1. মাবুদ আইউবকে আরও বললেন,
2. সর্বশক্তিমানের সঙ্গে যে ঝগড়া করছে সে কি তাঁকে সংশোধন করবে?আল্লাহ্র সঙ্গে বিতর্ককারী এর উত্তর দিক।
3. তখন আইউব জবাবে মাবুদকে বললেন,
4. দেখ, আমি অযোগ্য; তোমাকে কি জবাব দেব?আমি নিজের মুখে হাত দিই।
5. আমি একবার কথা বলেছি, আর জবাব দেব না;দুই বার বলেছি, পুনর্বার বলবো না।
6. মাবুদ ঘূর্ণিবাতাসের মধ্য থেকে আইউবকে আরও বললেন,