1. মাবুদ আইউবকে আরও বললেন,
2. সর্বশক্তিমানের সঙ্গে যে ঝগড়া করছে সে কি তাঁকে সংশোধন করবে?আল্লাহ্র সঙ্গে বিতর্ককারী এর উত্তর দিক।
3. তখন আইউব জবাবে মাবুদকে বললেন,
4. দেখ, আমি অযোগ্য; তোমাকে কি জবাব দেব?আমি নিজের মুখে হাত দিই।
5. আমি একবার কথা বলেছি, আর জবাব দেব না;দুই বার বলেছি, পুনর্বার বলবো না।
6. মাবুদ ঘূর্ণিবাতাসের মধ্য থেকে আইউবকে আরও বললেন,
7. তুমি এখন বীরের মত কোমরবন্ধনী পর;আমি তোমাকে জিজ্ঞাসা করি, তুমি বুঝিয়ে দাও।
8. তুমি কি সত্যিই আমার বিচার অগ্রাহ্য করবে?নিজে ধার্মিক হবার জন্য আমাকে দোষী করবে?
9. তোমার কি আল্লাহ্র মত বাহু আছে?তুমি কি তাঁর মত বজ্রনাদ করতে পার?
10. তবে প্রাধান্যে ও মহত্বে বিভূষিত হও,গৌরব ও মহিমা পরিধান কর।